ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
নিখোঁজ যৌনকর্মী লিলির সন্ধানের দাবীতে দৌলতদিয়ায় মানববন্ধন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-১১ ১৩:১৯:২২
দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশনের পাশে গতকাল ১১ই ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মী ও এনজিও মুক্তি মহিলা সমিতির সহ-সভাপতি লিলি বেগমের সন্ধানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে -মাতৃকণ্ঠ।

গত এক মাস ধরে নিখোঁজ দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মী ও এনজিও মুক্তি মহিলা সমিতির সহ-সভাপতি লিলি বেগম (৩৮) এর সন্ধানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

   গতকাল ১১ই ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশনের পাশে (পতিতাপল্লী সংলগ্ন) এই মানববন্ধনের আয়োজনে করে মুক্তি মহিলা সমিতি (এমএমএস)। মানববন্ধন চলাকালে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে ও আলো প্রোগ্রামের (এমএমএসের) ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, এমএমএসের প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, কেকেএসের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফকির আমজাদ হোসেন, এনজিও পায়াক্ট-এর দৌলতদিয়া শাখার ম্যানেজার মুজিবুর রহমান জুয়েল, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের কোষাধ্যক্ষ ফরিদা পারভীন, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার, নিখোঁজ লিলি বেগমের জামাতা মুরাদ হাসান, আমজাদ হোসেন, চাইল্ড ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন বেপারী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ নিখোঁজ লিলি বেগমের সন্ধানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এক মাস পেরিয়ে গেলেও লিলি বেগমের কোন হদিস পাওয়া যায়নি। সে আদৌ বেঁচে আছে, না মরে গেছে তা কেউ জানে না। এ ব্যাপারে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেষ্ট হতে হবে। 

   উল্লেখ্য, যৌনকর্মী লিলি বেগম গত ১০ই নভেম্বর দুপুরে দৌলতদিয়ার সামছু মাস্টারের পাড়ায় তার কথিত স্বামী আব্দুল লতিফ শেখের বাড়ীতে দাওয়াত খাওয়ার কথা বলে পতিতাপল্লী থেকে বের হয়। তারপর থেকে নিখোঁজ রয়েছে।

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ