ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-১২ ১৩:২৫:০৬

দেশ ও জাতির কল্যাণ কামনায় রাজবাড়ীতে অন্নপূর্ণা পূজা উপলক্ষে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার সংলগ্ন অন্নপূর্ণা মন্দির কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

  গত ১১ই ডিসেম্বর অন্নপূর্ণা পূজার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গতকাল ১২ই ডিসেম্বর সূর্যোদয় থেকে আজ ১৩ই ডিসেম্বর সূর্যোদয়ের আগ পর্যন্ত অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের কীর্তনীয়া শ্রীমতি কবিতা রাণী ঘোষ, বগুড়ার শ্রীমতি পুষ্প রাণী রায় ও যশোরের শ্রী চৈতন্য দাস উত্তম।

রাজবাড়ী জেলাসহ আশেপাশের কয়েকটি জেলার হাজারো হিন্দুভক্ত রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন উপভোগ করেন। 

আজ দুপুরে ভোগ আরতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হবে।

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ