ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় বিনামূল্যে ৩৩৩ কৃষকের মধ্যে হাইব্রিড ধান বীজ বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-২৯ ১৫:২৫:১৫
পাংশা উপজেলায় গতকাল সোমবার বায়ার ফর বাংলাদেশ সংস্থার উদ্যোগে ৩৩৩জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানী গোল্ড নামের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

বায়ার ফর বাংলাদেশ সংস্থার উদ্যোগে পাংশা উপজেলায় গতকাল সোমবার সকালে ৩৩৩ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানী গোল্ড নামের আমন মৌসুমের সর্বাধিক ফলনশীল হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। 
  গতকাল সোমবার সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করীম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, বায়ার ফর বাংলাদেশ সংস্থার মাগুড়া টেরিটরী কর্মকর্তা কৃষিবিদ জীবন রায়, পাংশার এফ.এ রুবেল খান(ইয়াছিন), এফ.ডি আমোদ আলী শেখ ও ডিলার মাহবুব আলম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৩ কেজি করে ধান বীজ প্রদান করা হয়।
  বায়ার ফর বাংলাদেশ সংস্থার কর্মকর্তারা বলেন, আমন মৌসুমে সোনার দানা, ধানী গোল্ড-এর নাই তুলনা। ধানী গোল্ড আমন মৌসুমে সর্বাধিক ফলনশীল হাইব্রিড জাতের ধান। পাতাপোড়া (বিএলবি) রোগ প্রতিরোধী, মধ্যম-চিকন চাল। ধান ঝরে পড়ে না, ক্ষেতে মাত্র ১২৫-১৩০ দিনে ধান পাকে। ধানী গোল্ড আবাদে কৃষকদের উৎসাহ দেন কর্মকর্তারা। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ