ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১২-১৪ ১৩:৪৮:৪১

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

   এ উপলক্ষ্যে গতকাল ১৪ই ডিসেম্বর সকালে রাজবাড়ীর লোকোশেড বধ্যভূমিতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজবাড়ী পৌরসভা, সিভিল সার্জন অফিস, জেলা আওয়ামী লীগ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট, রাজবাড়ী সরকারী কলেজ, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, জেলা কারাগার, জেলা শিল্পকলা একাডেমী, জেলা পরিসংখ্যান কার্যালয়, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, জেলা শিক্ষা অফিস, বিআরটিএসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

   সন্ধ্যায় লোকোশেড বধ্যভূমির বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন। পরে একই স্থানে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় গণহত্যা বিষয়ক নাটক ‘হাড়’ মঞ্চস্থ হয়।  

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ