ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-১৫ ১৪:০৬:১০

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ১০ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ৭দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। 

  জেলা প্রশাসনের আজ ১৬ই ডিসেম্বরের কর্মসূচীর মধ্যে রয়েছে ঃ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন/স্থাপনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, রাজবাড়ী পুলিশ লাইনস্ ে৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, রাজবাড়ী রেলগেটের স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরস্থান ও মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, সকাল পৌনে ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, একই স্থানে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, সরকারী শিশু পরিবার, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাবস্, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, সকাল ১০টায় শারীরিক কসরত ও ডিসপ্লে, দুপুর ১২টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যাহ্নভোজ, সাড়ে ১২টায় সাধনা সিনেমা হলে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাদ যোহর সকল মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারী শিশু পরিবার, বিকাল ৩টায় অফিসার্স ক্লাব ও মহিলা ক্লাব মুক্তমঞ্চে মহিলাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা, একই সময়ে রাজবাড়ী বিসিক চাঁদমারীতে শ্যুটিং প্রতিযোগিতা, একই সময়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা/কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতা এবং জেলা প্রশাসন বনাম রাজবাড়ী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ বনাম চেম্বার অব কমার্স, জেলা পুলিশ বনাম সরকারী/বেসরকারী শিক্ষক ও রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, একই স্থানে বিকাল ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের মঞ্চে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সাড়ে ৭টায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও রাত সাড়ে ৮টায় বর্ণিল আতশবাজী প্রদর্শনী। জেলা প্রশাসন আয়োজিত এ সকল অনুষ্ঠানমালায় সঠিকভাবে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি মেনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।   

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ