ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলার বহরপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১২-১৭ ০১:১৪:৫৬
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চ্যারিটি ফাউন্ডেশন গতকাল ১৬ই ডিসেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার বংকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে -মাতৃকণ্ঠ।

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে বালিয়াকান্দি উপজেলার বহরপুর চ্যারিটি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

  গতকাল ১৬ই ডিসেম্বর সকালে বহরপুর ইউনিয়নের বংকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় বংকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি রাণী সরকার, সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, সংগঠনের সদস্য রানা শেখ ও কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

  সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, আমাদের উদ্দেশ্য সমাজের দুস্থ-অসহায় মানুষের জন্য ভালো কিছু করা। আমাদের সংগঠনের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়-সেটাই আমাদের স্বার্থকতা। ইতিপূর্বে আমরা দুস্থদের মধ্যে ইফতার বিতরণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করেছি। এরই ধারাবাহিকতায় মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এই রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী। আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ