রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে গতকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে দিবসটি উদযাপনে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। সূর্যোদয়ের পরপরই বালিয়াকান্দির কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন-পরিষদ, বালিয়াকান্দি থানা, বিভিন্ন সরকারী-বেরসকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। সকাল সাড়ে ৮টায় বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করা হয়। এরপর সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দুপুরে একই স্থানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শপথবাক্য পাঠ করান। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ছোট ছোট জাতীয় পতাকা হাতে রাজনৈতিক নেতাকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।
এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান ও বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।