ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি রোধকল্পে সচেতনতামূলক পথসভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-১৮ ১৩:৫৫:৩৭
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে সহিংসতা রোধকল্পে গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়নের রঘুনাথপুর বাজারে সচেতনতামূলক পথসভায় সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি রোধকল্পে গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়নের রঘুনাথপুর বাজারে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
  সভায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা এবং বসন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দীন আহমেদ বক্তব্য দেন।
  বক্তব্যে কর্মকর্তারা বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তারা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্বাচনের দিন ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যাবেন এবং সুষ্ঠুভাবে ভোট দিবেন। কোনো প্রার্থীর বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ প্রমাণিত হলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারী দেন তারা। 

 

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!