ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
পাংশা উপজেলার ১০টি ইউপি’র ৪৯জন চেয়ারম্যান প্রার্থীসহ ৪৯৫জন মেম্বার প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
  • মোক্তার হোসেন
  • ২০২১-১২-২০ ১৪:৩৮:২২
পাংশা উপজেলার মাছপাড়া ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেনের নিকট থেকে নৌকা প্রতীক গ্রহণ করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আসন্ন মাছপাড়া, হাবাসপুর, বাহাদুরপুর, যশাই, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, সরিষা, কলিমহর ও কসবামাজাইল ইউপির নির্বাচনে ৪৯জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৪৯৫জন চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর মাঝে গতকাল ২০শে ডিসেম্বর নির্বাচনী প্রতীক বরাদ্দ প্রদান করেছেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তারা। 

  আগামী ৫ই জানুয়ারী পাংশা উপজেলার উল্লেখিত ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  জানা যায়, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাছপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম(নৌকা), জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হিল্লোল মিয়া(মশাল) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম খা(আনারস) ও কমলেশ চন্দ্র দাস(চশমা) প্রতীক পেয়েছেন।

  বাহাদুরপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবীর (নৌকা), জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুরাদ(মশাল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সজিব হোসেন(মোটর সাইকেল), মুন্সী হাসানুল ইসলাম(ঘোড়া) ও মোঃ নিজাম উদ্দিন(আনারস) প্রতীক পেয়েছেন।

  হাবাসপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আলিম(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মামুন খান(চশমা), গোলাম জাকারিয়া(ঘোড়া), মোঃ আব্দুল লতিফ খান (মোটর সাইকেল), গোলাম মালেক(আনারস) ও মোঃ আবু সেলিম(টেলিফোন) প্রতীক পেয়েছেন।

  কলিমহর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোছাঃ বিলকিছ বানু(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল রাজ্জাক(ঘোড়া), এডভোকেট মোঃ আক্কাস আলী(মোটর সাইকেল),  বিধান কুমার বিশ্বাস(আনারস), বিপ্লব কুমার বিশ্বাস(চশমা) ও মোঃ সেকেন আলী মোল্লা (টেলিফোন) প্রতীক পেয়েছেন।

  কসবামাজাইল ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম(আনারস), সাঈদ আহম্মেদ(মোটর সাইকেল) ও মোঃ জাকিরুল(চশমা) প্রতীক পেয়েছেন।

  যশাই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল হাকিম খান(ঘোড়া), মোঃ সিদ্দিকুর রহমান(আনারস), মোঃ সিরাজুল ইসলাম(মোটর সাইকেল),  খোন্দকার তফাজ্জল হোসেন(চশমা) ও জাকের পার্টি মনোনীত প্রার্থী মামুন(গোলাপ ফুল) প্রতীক পেয়েছেন।

  পাট্টা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রব বিশ্বাস(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোছাঃ জেসমীন খাতুন (রজনীগন্ধা), মোঃ গোলাম মোস্তফা লুলু(আনারস), মোঃ রাজদুল ইসলাম(ঘোড়া) ও  হাসিবুর রহমান (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন।

  বাবুপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমান আলী সরদার(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম সরোয়ার(ঘোড়া), মোঃ শাজাহান শেখ (মোটর সাইকেল) ও মোঃ শহিদুল ইসলাম মিয়া (আনারস) প্রতীক পেয়েছেন।

  মৌরাট ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক বিশ্বাস(ঘোড়া), মোকাররম হোসেন(মোটর সাইকেল), মোহাম্মদ আলী সরদার(চশমা) ও শওকত আলী সরদার (আনারস) প্রতীক পেয়েছেন।

  সরিষা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আজমল আল বাহার(নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহম্মদ হোসেন(আনারস) ও আসাদুজ্জামান রতন(মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন। 

  এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের ১০৭জন মেম্বার ও সাধারণ আসনের ৩৩৯জন মেম্বার প্রার্থীর মাঝে প্রতীক প্রদান করা হয়েছে।

  পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম বাহাদুরপুর ও হাবাসপুর ইউপি, পাংশা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রভাস চন্দ্র সেন মাছপাড়া ও যশাই ইউপি, পাংশা উপজেলা পরিসংখ্যান অফিসার মাহাবুব হোসেন পাট্টা ও মৌরাট ইউপি, পাংশা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মারফুদ উল ইসলাম কসবামাজাইল ও কলিমহর ইউপি এবং পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার বাবুপাড়া ও সরিষা ইউপির রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার সংশ্লিষ্ট ইউপির প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের মাঝে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক প্রদান করেন।

রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ