ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
রাজবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • শেখ মামুন
  • ২০২১-১২-২২ ১৩:২৪:৩৮
বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের ফাইনাল খেলা শেষে গতকাল ২২শে ডিসেম্বর বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করেন পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু -মাতৃকণ্ঠ।

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের ফাইনাল খেলা গতকাল ২২শে ডিসেম্বর বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলা দলকে ১-০ গোলে হারিয়ে কুমিল্লা জেলা দল বিজয়ী হয়। 
  খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। অন্যান্য অতিথিদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা ফুটবল এসোসিয়েশনের(ডিএফএ) সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সহ-সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মওলা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের পদ্মা অঞ্চলের খেলায় রাজবাড়ীসহ ৮টি জেলা দল অংশগ্রহণ করে।  

১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
রাজবাড়ী শহরের রেলওয়ে মাঠে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা
বড় কাভার্ড ভ্যান চালকদের গলার কাঁটা নতুন ৬ ফেরী!