ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দের উজানচর ও ছোট ভাকলা ইউপির নির্বাচিত সদস্যদের শপথ
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-২৩ ১৪:৪৩:৩২
গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ গত ২২শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

  গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২২শে ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

  উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান আনুষ্ঠানিকভাবে দুই ইউপির সাধারণ ওয়ার্ডের ১৮ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৬জনসহ মোট ২৪ জন সদস্য (মেম্বার)কে শপথবাক্য পাঠ করেন। 

  উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম ও উজানচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ১১ই নভেম্বর উজানচর ও ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ