ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
ইউপি নির্বাচন উপলক্ষ্যে রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-২৫ ১৪:৩১:২০

আজ ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৫শে ডিসেম্বর বেলা ১২টায় পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্রিফিং করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশ সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন, ডিএসবির ডিআইও-১ ও পুলিশ লাইন্সের আরআইসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে এসবিতে বদলি
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপারের বাণী
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছ বাণী
সর্বশেষ সংবাদ