আজ ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৫শে ডিসেম্বর বেলা ১২টায় পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্রিফিং করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশ সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন, ডিএসবির ডিআইও-১ ও পুলিশ লাইন্সের আরআইসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।