ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কসবামাজাইল ইউপিতে নৌকার পক্ষে পূজা উদযাপন পরিষদ-হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময়
  • মোক্তার হোসেন
  • ২০২১-১২-২৫ ১৪:৩৩:২৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আসন্ন কসবামাজাইল ইউপির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের পক্ষে গতকাল ২৫শে ডিসেম্বর দুপুরে মতবিনিময় সভা করেছে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

  কসবামাজাইল ইউপির লক্ষèীপুর মা লক্ষèী বিহারী মহাশ্মশান চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

  কসবামাজাইল ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় কসবামাজাইল ইউপির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী মহিদুল আলম হিরা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও পাংশা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, বিনোদ কুমার মাষ্টার, পংকজ কুমার সরকার, রেবতি মোহন বিশ্বাস, শৈলেন্দ্রনাথ বিশ্বাস, রমেন্দ্রনাথ বসু, কুমুদ রঞ্জন বিশ্বাস, অলোক কুমার শিকদার, সরোজিৎ মাষ্টার, স্বপন কুমার মন্ডল, সুনীল কুমার, কানু কুমার বসু, হরিপদ বিশ্বাস ও গিরিন্দ্রনাথ বিশ্বাসসহ কসবামাজাইল ইউপির পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  বক্তাগণ এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন, পূজা উদযাপন পরিষদের নেতা নিতাই কুমার বিশ্বাস, চন্ডীচরণ ঘোষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, আগামী ৫ই জানুয়ারী কসবামাজাইল ইউপির নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ সমর্থিত ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দিনরাত এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময় সভা করছেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ