‘মুক্তিযুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলার ইতিহাস(বৃহত্তর পাংশা-১৯৭১)’ নামক ১টি বই প্রকাশিত হয়েছে।
বইটির লেখক কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর। গত ১৬ই ডিসেম্বর প্রকাশিত ২৪০ পৃষ্ঠার বইটিতে শতাধিক রঙিন ও সাদা-কালো ছবি, পাংশা ও কালুখালী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা, পাক বাহিনী ও রাজাকার-বিহারীদের হাতে শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা, আঞ্চলিক কয়েকটি যুদ্ধের বিবরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে সংগৃহীত রাজাকারদের তালিকা, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। পাংশার একটি অপসেট প্রেস থেকে মুদ্রিত বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।