রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ২৭শে ডিসেম্বর কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু ও স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক স্কুলের উন্নয়নের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।