ঢাকা বুধবার, মে ১, ২০২৪
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার বিষয়ে রাজবাড়ীতে এলজিইডির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-২৭ ১৫:৪৩:১৯

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)’র ২০২১-২০২২ অর্থ  বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার বিষয়ে অংশীজনদের নিয়ে জুম প্লাটফর্মে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ২৭শে ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুল আজিজ। সভায় দেশের সকল বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় থেকে এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্ববধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীগণ যুক্ত ছিলেন।  

  রাজবাড়ী এলজিইডির সভা কক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাশসহ সিনিয়র সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সহকারী প্রকৌশলী জোনায়েদ হোসেন খান, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম রব্বানী, কালুখালী উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হাসান, বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ, গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মোঃ বজলুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলিউর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, এলজিইডির ঠিকাদারদের মধ্যে দীপক কুমার সেন ও সঞ্জয় কুমার চৌধুরী রতন প্রমুখ সভায় অংশগ্রহণ করেন। 

  ভার্চুয়াল সভায় এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান অংশীজনদের কথা শোনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ