ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
পাংশায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২১-১২-২৮ ১৪:০৪:২৭
পাংশায় গতকাল মঙ্গলবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ই জানুয়ারী। 

  এ লক্ষ্যে পাংশা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার ২৮শে ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ৯৫০ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৬টি ব্যাচে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

  পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম জানান, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমানসহ চারজন রিটার্নিং কর্মকর্তা, ইটিআই’র সহকারী প্রোগ্রামার এবং জেলার পাঁচটি উপজেলার নির্বাচন অফিসারগণ পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, কলিমহর, সরিষা ও কসবামাজাইল ইউপির নির্বাচনে ভোটগ্রহণকারী পোলিং অফিসারদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ