ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
প্রণোদনা পেতে করোনা রোগী সাজায় রেলওয়ে হাসপাতালের কর্মচারী জেলে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-০১ ১৬:৩৭:৪৪
প্রতিকী ছবি।

প্রণোদনা পাওয়ার লোভে করোনা রোগী হিসেবে জাল কাগজপত্র দাখিল করার দায়ে রেলওয়ে জেনারেল হাসপাতালের মেডিসিন ক্যারিয়ার পদের কর্মচারী কুতুবে রাব্বানীকে কারাগারে পাঠানো হয়েছে।
  গতকাল ১লা জুলাই ১দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
  আদালতের মুগদা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ হোসেন জানান, এরআগে গত সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
  গত রবিবার সন্ধ্যায় রেলওয়ে কর্মচারী হাসপাতাল ও তার বাসায় অভিযান চালিয়ে কুতুবে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে মুগদা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়।
  সূত্র জানায়, করোনায় আক্রান্ত হলেই পাওয়া যাবে সরকারী প্রণোদনার টাকা। আর সেই টাকার লোভে পড়ে করোনা রোগীর সনদ জমা দিয়েছিলেন রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী কুতুবে রাব্বানী। তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে তার অফিসকে জানিয়ে সে অনুযায়ী কাগজপত্র দাখিল করে ছুটিও কাটান তিনি। কিন্তু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই) গোপনে খোঁজখবর নিয়ে জানতে পারে করোনায় আক্রান্ত হননি কুতুবে রাব্বানী।
রাব্বানী করোনা পজিটিভের নকল সনদ নিজেই তৈরি করেন। তিনি নিজেই মুগদা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ মৌসুমী সরকারের স্বাক্ষর জাল করে এ সনদ তৈরি করেন ।

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ