ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
দৌলতদিয়ায় শিশু সম্মেলন অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১২-৩০ ১৪:৩৮:৫৩
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শিশু শিক্ষার্থীদের গতকাল ৩০শে ডিসেম্বর কেকেএস প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় শিশু সম্মেলন পুরস্কার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ৩০শে ডিসেম্বর দৌলতদিয়ার কেকেএস প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এই শিশু সম্মেলনের আয়োজন করে এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা(কেকেএস) এর প্রদীপ প্রকল্প। এতে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। সম্মেলনে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, সুশিক্ষা, ঝরে পড়া ঠেকানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

  কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে শিশু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান, গোয়ালন্দের কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার মুহিত হিরা, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার ওহিয়ার রহমান, ম্যানেজার(শিক্ষা) সাইফুল ইসলাম খান, কেকেএসের কর্মকর্তা আমজাদ হোসেন, প্রদীপ প্রকল্পের কর্মকর্তা রুমা খাতুন, রিল্যাক্স প্রকল্পের কর্মকর্তা কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ