রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় আধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিজিটালাইজড স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক ল্যাব’ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩১শে ডিসেম্বর বেলা ১১টার দিকে দোয়া-মোনাজাত ও ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ ওয়াজেদ জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, অন্যান্য অতিথিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাহিদুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিরুল ইসলাম দুলু, কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মেডিকেয়ার ডায়াগনস্টিক ল্যাবের কো-চেয়ারম্যান আমিরুল ইসলাম লিন্টু, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জহিরুল ইসলাম কিরণ ও গোবিন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, গোয়ালন্দ উপজেলাবাসীর স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে মেডিকেয়ার ডায়াগনস্টিক ল্যাবকে গড়ে তোলা হবে। আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দেয়ার পাশাপাশি বিশেষজ্ঞ সার্জন দ্বারা অত্যাধুনিক ডিজিটাল মেশিনের মাধ্যমে অপারেশন এবং কম্পিউটারাইজড প্যাথলজী, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকো-কার্ডিওগ্রাম, এক্স-রে, ইলেক্ট্রোলাইট, হরমোন টেস্টসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দেয়া হবে।