রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মন্ডলের পাড়ার আবু তাহের মন্ডল নামে দরিদ্র মেধাবী এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী। গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যায় নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তিনি ওই শিক্ষার্থীর হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাবদ ১০ হাজার টাকা তুলে দেন।