রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ৩জন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে নারী বাসযাত্রীর ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগ, ২টি মোবাইল ফোন, স্বর্ণের নাকফুল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু চেয়ারম্যানের পাড়ার মজিদ শেখের ছেলে সাব্বির শেখ, একই ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়ার আলী সরদারের ছেলে আশিক সরদার ও কিয়ামুদ্দিন মোল্লার পাড়ার আজিম শেখের ছেলে সোহেল শেখ।
পুলিশ জানায়, গত ৩০শে ডিসেম্বর রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটের আটকে থাকা সোহাগ পরিবহনের একটি বাস থেকে ২জন নারী যাত্রী নিচে নামলে ৪জন ছিনতাইকারী তাদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালগুলো ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা হয় এবং পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করে।