ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
জমে উঠেছে পাংশার কসবামাজাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন॥জনমতে নৌকার প্রার্থী সুফল এগিয়ে
  • পাংশা প্রতিনিধি
  • ২০২১-১২-৩১ ১৬:৪৪:৫২
পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির নির্বাচনে গতকাল শুক্রবার নাদুরিয়া বাজারে রাতে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে কর্মী সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জমে উঠেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৫ম ধাপে এই ইউনিয়নের নির্বাচনে আগামী ৫ই জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। বিশেষ করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক শাহরিয়ার সুফল মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে প্রচার-প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। 

  গতকাল ৩১শে ডিসেম্বর শুক্রবার কসবামাজাইল ইউপির নাদুরিয়া, দড়িবাংলাট, কুঠিমালিয়াট, ভাতশালা ও কেওয়াগ্রামে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ পৃথকভাবে গণসংযোগ ও নির্বাচনী কর্মী সভা করেন। নির্বাচনী আচরণ বিধি মেনে দিনে ও রাতে চলছে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যক্রম।

  গতকাল শুক্রবার সন্ধ্যার পর নাদুরিয়া বাজারে নৌকার সমর্থনে কর্মী সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন, কসবামাজাইল ইউপির ৯নং ওয়ার্ডের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ রুস্তম বিশ্বাস, শামসুদ্দিন মোল্লা, হেলাল উদ্দিন ফকীর, সাজেদুল ইসলাম, বকুল হোসেন ও সিরাজ উদ্দিন ও আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

  সরেজমিন ঘুরে দেখা যায়, কসবামাজাইল ইউপির প্রতিটি গ্রামে নৌকার সমর্থনে উঠান বৈঠক, কর্মী সভা ও নির্বাচনী গণসংযোগ চলছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ দলীয় নেতাকর্মী ও সমর্থিত লোকজনকে সাথে নিয়ে গণসংযোগ করছেন। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নৌকার বিজয়ের লক্ষ্যে দিনরাত গণসংযোগ করছে। প্রচারণা ও গণসংযোগে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত সুপরিচিতির ফলে নৌকার পক্ষে ব্যাপক জনমত গড়ে উঠছে।

  কসবামাজাইলের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সন্তান শাহরিয়ার সুফল মাহমুদের পিতা নাসের মাহমুদ ছিলেন দেশ বরেণ্য কবি ও ছড়াকার। তিনি ২০২০ সালের ৩রা এপ্রিল ইন্তেকাল করেন। তার দাদা মরহুম শাহ্ লুৎফর রহমান ছিলেন ভাতশালার জমিদার আবিদ আলী শাহ্’র বংশধর। শাহ্ লুৎফর রহমান বৃটিশ বিমান বাহিনীর কর্মকর্তা ও পরবর্তীতে (১৯৬০-১৯৬৫ সালে) তিনি কশবামাজাইল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৭০ সালের ৯ই জুন ইন্তেকাল করেন। 

  কসবামাজাইল ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে শাহরিয়ার সুফল মাহমুদ, স্বতন্ত্র মোঃ রাকিবুল ইসলাম(আনারস), আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাইদ আহমেদ(মোটর সাইকেল) ও মোঃ জাকিরুল(চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছে।

  আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় গত ১৯শে ডিসেম্বর পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় কসবামাজাইল ইউপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাইদ আহমেদ(মোটর সাইকেল) সহ ৮জন বিদ্রোহীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

  ভোটারদের সাথে আলাপকালে তারা জানায়, জনপ্রিয়তায় এগিয়ে থাকা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের রাকিবুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 

  এদিকে সন্ত্রাসী ও চরমপন্থী অধ্যুষিত কসবামাজাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনী বৈতরণী পার হতে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে স্থানীয় ও বহিরাগত অস্ত্রধারী ও সন্ত্রাসীদের আনাগোনার ঘটনায় এলাকাবাসী ও ভোটারদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে। 

  আসন্ন নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২০শে ডিসেম্বর র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় টহল অভিযান পরিচালনা করে। এতে এলাকার ভোটার ও সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও ভোটের আগে অস্ত্রধারী ও সন্ত্রাসীরা আর এলাকায় ঢুকতে না পারে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী প্রশাসনের প্রতি দাবী জানিয়েছে।    

  র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সন্ত্রাসীদের প্রভাবমুক্ত করতে বিভিন্ন এলাকায় টহল দেওয়া হচ্ছে।

  উল্লেখ্য, কসবামাজাইল ইউপির মোট ভোটার সংখ্যা ২১হাজার ২০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ৮১৩জন এবং মহিলা ভোটার ১০হাজার ৩৯৬জন।

  পাংশা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মারফুদ উল ইসলাম কসবামাজাইল ও কলিমহর ইউপির রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ