ঢাকা বুধবার, মে ১, ২০২৪
দু’মাস বন্ধ থাকার পর জৌকুড়া নাজিরগঞ্জ নৌরুটের ফেরী চালু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-০৪ ১৪:০৭:১৮

দীর্ঘ ২মাস বন্ধ থাকার পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরী চালু হয়েছে। 

  রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান জানান, নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরী ঘাটের সমস্যা হওয়ায় গত ১লা নভেম্বর থেকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে জৌকুড়া প্রান্তে বিকল্প অ্যাপ্রোচ সড়ক নির্মাণ সম্পন্ন হওয়ায় গত ৩রা জানুয়ারী থেকে পুনরায় ফেরী চলাচল শুরু করা হয়েছে। এই নৌরুটে ২টি ফেরী নিয়মিত চলাচল করবে। 

  তিনি আরও বলেন, পদ্মার পানি যদি না কমে তাহলে ফেরী বন্ধ হওয়ার আশংকা নাই। তবে বিআইডব্লিউটিএ যদি ড্রেজিং করে তাহলে ১২ মাসই এই নৌরুটে ফেরী চালানো সম্ভব। 

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ