ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়ানো বেলগাছী বিকল্প কলেজকে এমপিওভুক্ত করার সুপারিশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-০৬ ১৪:৪২:৪৬
প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা রাজবাড়ী সদর উপজেলার ‘বেলগাছী বিকল্প কলেজ’কে এমপিওভুক্ত করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে -মাতৃকণ্ঠ।

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ‘বেলগাছী বিকল্প কলেজ’কে এমপিওভুক্ত করা এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। 
  এ ব্যাপারে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গত ২০/১১/২০২১ইং তারিখে শিক্ষা মন্ত্রী বরাবর একটি পত্র প্রদান করেছেন। 
  পত্রে উল্লেখ করা হয়েছে, বেলগাছী বিকল্প কলেজটি ২০০৮ সালে স্থাপিত হয়। নদী ভাঙ্গন কবলিত দরিদ্র এলাকার অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে কলেজটির যাত্রা শুরু হয়। কলেজটি ২১/০৬/২০১২ ইং তারিখে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি লাভ করে এবং ২২/১১/২০১৫ ইং তারিখে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। বর্তমানে এটি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানর করলেও অদূর ভবিষ্যতে এই কলেজটি পর্যায়ক্রমে উচ্চ শিক্ষা প্রদানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বহুমুখী কলেজটিতে সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়নের ফলে এলাকার ছাত্র-ছাত্রীরা মানবিক, ব্যবসায় ও বিজ্ঞান শাখায় পাঠদানের পাশাপাশি কারিগরি বিভিন্ন ট্রেড কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করছে, ফলে কলেজে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটির শিক্ষার্থীরা ৭৯.৪১% ও ২০১৫ সালে ৫৮.৭০% পাশের মাধ্যমে রাজবাড়ী সদর উপজেলায় পর পর ২ বার ৩য় স্থান লাভ করে। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৭২.২২% পাশের মাধ্যমে রাজবাড়ী সদর উপজেলার মধ্যে ১ম ও সমগ্র জেলার মধ্যে ২য় স্থান লাভ করে। এমতাবস্থায় দরিদ্র নদী ভাঙ্গন কবলিত জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের আর্থিক দুরবস্থা লাঘবে কলেজটিকে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। 
  রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক জিনাত আরা দায়িত্বে থাকাকালে ২৭/০৮/২০১৬ ইং তারিখে কলেজটি পরিদর্শন করে এমপিওভুক্ত করার সুপারিশ করে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পত্র প্রেরণ করেন। 
  জেলা প্রশাসকের পত্রে উল্লেখ করা হয়, প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কলেজমুখী করা, আত্মনির্ভরশীল জনশক্তিতে উন্নীতকরণ এবং মানসম্মত শিক্ষা বিস্তারে বেলগাছী বিকল্প কলেজটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। কিন্তু বিশাল এ কর্মযজ্ঞ সরকারী আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা ছাড়া পরিচালনা দুরুহ হয়ে পড়বে বলে প্রতীয়মান হয়। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কলেজটিতে ছাত্র-ছাত্রীদের উন্নত শিক্ষাদানসহ কর্মরত শিক্ষক-কর্মচারীদের আর্থিক দুরাবস্থা লাঘবে এবং প্রতিষ্ঠানটির পরিপূর্ণতা লাভের জন্য কলেজটিকে জরুরী ভিত্তিতে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো। 
  উল্লেখ্য, রাজবাড়ীর কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ সাংবাদিক ও শিক্ষানুরাগী গোলাম তাহাবুর ২০০৮ সালে এক একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠা করেন।  

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ