রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারজানা আক্তার ও হাবিবুল্লাহ’র সহকারী কমিশনার(ভূমি) পদে পদায়ন হওয়ায় এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের জেলা শাখার উদ্যোগে গতকাল ৬ই জানুয়ারী বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডুসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।