“ভ্রাতৃত্বের বন্ধন” এই মহৎ শ্লোগান নিয়ে রাজবাড়ী জেলার জনপ্রিয় ফেইসবুক পেইজ “Amra Rajbarir Sontan” দীর্ঘ ৯বছর রাজবাড়ীবাসীর সমর্থন ভালবাসায় সিক্ত হয়ে ১০ম বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে গতকাল ৭ই জানুয়ারী রাজবাড়ীতে কেক কেটে, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দুস্থদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণ করে পেইজের ১০ম জন্ম দিনটি উদযাপন করা হয়।
রাজবাড়ীর ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে সাথে নিয়ে কেক কাটেন চীফ এডমিন মোঃ শামীম হাসান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল ইসলাম, পিয়াল হোসেন, সজিবুল ইসলাম, মোঃ তুহিন, আশরাফুল ইসলাম, জায়েদ আলভী লিয়ন, মুরাদ হোসেন, ইনজা, রাহাত আল আহনাফ, আলামিন, আব্দুল আজিজ জয়, ফিরোজ আহমেদ, সাইদুর রহমান, নৃপেন্দ্র নাথ আশিকুর রহমান,আশরাফুল ইসলাম ও নিবির মাহমুদ নিশু প্রমুখ।
২০১৩ সালের ৭ই জানুয়ারী রাজবাড়ী জেলা ভিত্তিক পেইজটি সৃষ্টির পর থেকেই রাজবাড়ীর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গুণীজনদের পরিচিতি দেশবাসীর কাছে তুলে ধরছে।
এছাড়াও সামাজিক সংগঠন হিসেবেই কাজ যাচ্ছে পেইজটি। শিক্ষাবৃত্তি, রক্তসংগ্রহ, আপদকালীন সময় শীত ও বন্যায় রাজবাড়ীর অসহায় মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটি। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পেইজটি। তাছাড়া করোনাকালীন সময় কর্মহীন মানুষের খাবার ব্যবস্থা করা হয়। প্রতি রমজানে দুস্থ রোজারদের মধ্য ইফতার ও সেহরির সামগ্রী বিতরণ করে।
অতীতের মত আগামীতেও পেইজের দেশে বিদেশে থাকা সদস্য, শুভাকাঙ্খী ও বিভিন্ন কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতাকারীদের কাছে সমর্থন, সহযোগিতা ও আন্তরিক ভালোবাসা প্রত্যাশা করেন সিনিয়র এডমিন শাহীন তালুকদার।