রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৭ই জানুয়ারী দুপুরে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে ২০০৮ সালে প্রতিষ্ঠিত বেলগাছী বিকল্প কলেজ পরিদর্শন করেন। তিনি কলেজে পৌছালে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম তাহাবুর তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এরপর সংসদ সদস্য কলেজের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি কলেজের প্রতিষ্ঠাতা গোলাম তাহাবুরের ভূয়সী প্রশংসা করেন এবং কলেজটিকে এমপিওভূক্তকরণের জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান। পরে তিনি কলেজের মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।