মুজিব জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের ৫দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব গতকাল ৭ই জানুয়ারী রাতে সমাপ্ত হয়েছে।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল ও কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না রাণী সাহা।
উৎসবের শেষ দিনে ‘রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি ঐতিহ্যবাহী পুতুল নাচ, অষ্টক গান, যাদু প্রদর্শনী, নাটক এবং পুঁথিপাঠের আসর অনুষ্ঠিত হয়।