ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
মুজিববর্ষে রাজবাড়ীতে বালিকাদের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-১০ ১৩:৩০:১৫
রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে গতকাল ১০ই জানুয়ারী বিকালে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট(বালিকা) এর পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম -মাতৃকণ্ঠ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ীতে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট(বালিকা) অনুষ্ঠিত হয়েছে। 
  জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১০ই জানুয়ারী বিকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে তাসমিয়া দোয়া, লগ্ন পোদ্দার, মিথুন আক্তার মিথি প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমি। 
  এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশসহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বর্তমানে শিক্ষার্থীরা জিপিএ-৫, গোল্ডেন প্লাস পাওয়ার প্রেশারে(চাপে) থাকে। কিন্তু শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, সুস্থ থাকার জন্য ও ভালোভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলা করা অত্যন্ত জরুরী। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব তৈরী হয়, লিডারশীপ তৈরী হয়, নিজেকে নিয়ে পজিটিভ ধারণা তৈরী হয়, কোন কিছু সহজে মেনে নেয়ার মানসিকতা তৈরী হয়। খেলাধুলায় সফলতা বা পুরস্কার পাওয়াই বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই মূল কথা। যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছ, উপস্থিত আছো-তারা শুধু ব্যাডমিন্টনই নয়, অন্যান্য খেলাধুলাও নিয়মিত করবে। 
  এছাড়াও অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগমকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ