ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে রাজবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-০৪ ১৪:৩২:৪৭
গত কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা -গনেশ পাল।

গত কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে রাজবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আর এতে ভোগান্তিতে পড়েছেন এসব অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ। 
  পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে দৌলতদিয়া গেজ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল ৪ঠা জুলাই এই পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৯.১১ পয়েন্ট অর্থাৎ ৪৬ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হয়, যা আগের দিনের চেয়ে ২ সেঃ মিঃ বেশী। 
  এর ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে পদ্মা নদীর তীরবর্তী রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার মিজানপুর, বরাট, ছোট ভাকলা, দেবগ্রাম, দৌলতদিয়া, রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের পানিবন্দী মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমন ধান, পাট, সবজি, পটল, মরিচ, বাদামসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। রাস্তা-ঘাট, হাট-বাজার ডুবে গেছে। নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হচ্ছে। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ