ঢাকা সোমবার, জুলাই ২৮, ২০২৫
মধুখালী থেকে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-১৬ ১৩:২২:২৩
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১৫ই জানুয়ারী গভীর রাতে মধুখালী উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে ১৫২ পিস ইয়াবাসহ বিক্রেতা শিপন সরদারকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে ফরিদপুরের মধুখালী উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে ১৫২ পিস ইয়াবাসহ শিপন সরদার(৩০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 
  গত ১৫ই জানুয়ারী দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিপন সরদার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পূর্ব চরবাগাট গ্রামের নান্নু সরদারের ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ র‌্যাব তাকে মধুখালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গতকাল ১৬ই জানুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়।    

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপারের নির্দেশ
রাজবাড়ী সদর উপজেলার মুচিদহে কৃষক আমজাদকে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জে স্কেটিং ও রোল বল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ