ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দৌলতদিয়ায় আটক ২ গাঁজাসেবীর ভ্রাম্যমাণ আদালতে ১মাসের জেল
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০১-১৬ ১৩:৪০:২৯
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে গতকাল ১৬ই জানুয়ারী বিকালে আটক ২জন গাঁজাসেবীকে ১মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক ২জন গাঁজাসেবীকে ১মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
  গতকাল ১৬ই জানুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অর্ধ-শতাধিক কল্কিসহ গাঁজা সেবনের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 
  সাজাপ্রাপ্ত গাঁজাসেবীরা হলো- দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকার মৃত মিনহাজ প্রামানিকের ছেলে মোহাম্মদ আলী প্রামানিক(৬০) ও একই এলাকার মৃত মনিরুদ্দিন শেখের মেয়ে হাসিনা বেগম টেপি(৫৮)। সাজা দেয়ার পর তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ