ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দৌলতদিয়ায় আটক ২ গাঁজাসেবীর ভ্রাম্যমাণ আদালতে ১মাসের জেল
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০১-১৬ ১৩:৪০:২৯
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে গতকাল ১৬ই জানুয়ারী বিকালে আটক ২জন গাঁজাসেবীকে ১মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক ২জন গাঁজাসেবীকে ১মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
  গতকাল ১৬ই জানুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অর্ধ-শতাধিক কল্কিসহ গাঁজা সেবনের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 
  সাজাপ্রাপ্ত গাঁজাসেবীরা হলো- দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকার মৃত মিনহাজ প্রামানিকের ছেলে মোহাম্মদ আলী প্রামানিক(৬০) ও একই এলাকার মৃত মনিরুদ্দিন শেখের মেয়ে হাসিনা বেগম টেপি(৫৮)। সাজা দেয়ার পর তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ