ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে দৌলতদিয়ায় ২কিঃ মিঃ কাঁচা রাস্তা নির্মাণ কাজ শুরু
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০১-১৭ ১৩:২৩:১০
জনগণের দুর্ভোগ, দুর্দশার কথা বিবেচনা করে নিজ অর্থায়নে গত ১৬ই জানুয়ারী বিকালে দৌলতদিয়ায় ২কিঃ মিঃ কাঁচা রাস্তা নির্মাণ কাজ শুরু করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী -মাতৃকণ্ঠ।

এখনো সরকারীভাবে প্রকল্পের অনুমোদন হয়নি। তা সত্ত্বেও জনগণের দুর্ভোগ, দুর্দশার কথা বিবেচনা করে নিজ অর্থায়নে দৌলতদিয়ায় ২কিঃ মিঃ কাঁচা রাস্তা নির্মাণ কাজ শুরু করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী। 
  গত ১৬ই জানুয়ারী বিকালে দৌলতদিয়া ইউনিয়নের বেপারী পাড়া হতে ওমর আলী মোল্লার পাড়া পর্যন্ত নির্মিতব্য কাঁচা রাস্তাটির নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। 
  এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, অন্যান্যের মধ্যে দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, আব্দুল গাফফার, ফজলুল হক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক সরদার, আলিমউদ্দিন ফকির, জুয়েল গায়েন, স্কুল শিক্ষক আব্দুর রশিদ ও হাফেজ আব্দুল মালেকসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। 
  এ বিষয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এখানে ৩০ ফুট চওড়া একটি সরকারী গলি(হালট) রয়েছে। ইতিমধ্যে গোয়ালন্দের এসিল্যান্ড গলিটি মেপে চিহ্নিত করে দিয়েছেন। সে অনুযায়ী রাস্তার কাজ শুরু করা হচ্ছে। প্রাথমিকভাবে এই কাঁচা রাস্তাটির দৈর্ঘ্য হবে প্রায় ২ কিলোমিটার, উচ্চতা ৮ হবে ফুট ও প্রস্থে ১৮ ফুট। প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে ৩০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। রাস্তাটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ-দুর্দশা দূর হবে। স্থানীয় যোগাযোগ সহজ হবে। 
  গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর উদ্যোগটি মহৎ। কাজ শেষ হলে আমরা রাস্তাটি মেপে সরকারীভাবে বিল পরিশোধের ব্যবস্থা করবো।

 

গোয়ালন্দে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উত্তাপ নেই
মেলার লটারিতে মোটর সাইকেল পেল মা; কপাল পুড়ল মেয়ের!
দৌলতদিয়া ঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ