ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
গোয়ালন্দে ২দিনের বিজ্ঞান মেলা সমাপ্ত
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০১-১৮ ১৩:১৫:২২
গোয়ালন্দে গতকাল ১৮ই জানুয়ারী ২দিনের বিজ্ঞান মেলার সমাপনীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী পুরস্কার বিতরণ করেন -মাতৃকণ্ঠ।

৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত ২দিনের বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে।
  গতকাল ১৮ই জানুয়ারী বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। 
  আলোচনা পর্বের শেষে অতিথিগণ মেলায় অংশগ্রহণকারী স্টল ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। এর আগে দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ