পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে গতকাল ১৮ই জানুয়ারী সদর উপজেলার বানীবহ ও চরলক্ষ্মীপুর এলাকার ৩টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বানীবহের সোহান ট্রেডার্সের মালিক আবু সাঈদকে ৫ হাজার টাকা, একই এলাকার ভাই ভাই স’ মিলের মালিক উত্তর কুমার চন্দকে ২হাজার টাকা এবং চরলক্ষ্মীপুরের মিলন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে ৫হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।