বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মদিন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল ১৯শে জানুয়ারী বিকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে প্রায় ১শত দুস্থ-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম-আহ্বায়ক আতিক, আজাদ, মাহফুজ, লিখন, লিমন, নুর ইসলাম, সদস্য জামাল, শরীফ, আতিকুর রাহমান হাসান, মুক্তার, কাজী তানভীর আহম্মদ জামিল, সাকির আলমগীর, বিদ্যুৎ, রহিম, আকাশ, সবুজ, কাইউম, বাঁধন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন ও আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।