বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি থেকে হোগলাডাঙ্গী পর্যন্ত বৈরাগীর খালের ২০০ মিটারের খনন কাজ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৯শে জানুয়ারী সকালে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর এই খাল খনন কাজ উদ্বোধন করেন।
এ সময় ইউপি সদস্য কামরুল হাসান মোল্লা, কাবিল উদ্দিন মন্ডল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, সাবেক ইউপি সদস্য আবু তালেবসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর বলেন, খালটির খনন কাজ সম্পন্ন হলে এলাকাবাসী এর সুফল পাবেন। নিচু এলাকা থেকে পানি বের হয়ে গেলে জলাবদ্ধতার সৃষ্টি হবে না। এতে কৃষকরা ভালভালে ফসল উৎপাদন করতে পারবেন।