রাজবাড়ী ডিবি’র অভিযানে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম থেকে ৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক বিক্রেতা লিটন বিশ্বাস ওরফে লিটন কসাই(৪০) গ্রেফতার হয়েছে।
গত ১৮ই জানুয়ারী রাত ৮টার দিকে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে রাজবাড়ী ডিবি’র একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটন বিশ্বাস ওরফে লিটন কসাই নবগ্রামের মোবারক বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, লিটন কসাইয়ের বিরুদ্ধে আরও ৯টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গতকাল ১৯শে জানুয়ারী তাকে আদালতে সোপর্দ করা হয়।