মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও প্রসূতি মায়েদের দুর্ভোগ কমানোর লক্ষ্যে মানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করে যশোর অঞ্চলের জেলাগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার কমান্ডারের নির্দেশনায় গতকাল ৫ই জুলাই যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে গর্ভবতী নারীদের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
ক্যাম্পে সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম কর্তৃক ৪১৫ জন গর্ভবতী নারীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান) বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১০ই জুন থেকে যশোর অঞ্চলের জেলাগুলোতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে গর্ভবতী নারীদের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এছাড়াও যশোর সেনানিবাসের সেনা সদস্যরা করোনার সংক্রমণ প্রতিরোধে গণপরিবহন চলাচল মনিটরিং, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, খাদ্য সংকট মোকাবেলায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা, আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলী বেড়ীবাঁধ মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া, সাধারণ মানুষের ঘরবাড়ী মেরামত ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান ও বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন ।