র্যাবের অভিযানে ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া বাজার থেকে ১৯৮ পিস ইয়াবাসহ আরমান শেখ(৩২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গতকাল ২১শে জানুয়ারী বিকালে ডিএডি আবুল বাশারের নেতৃত্বে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরমান শেখ মধুখালী উপজেলার কুরানীয়ার চর গ্রামের রাজু শেখের ছেলে।
উদ্ধারকৃত ইয়াবাসহ র্যাব তাকে মধুখালী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।