ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
করোনার বিস্তার ঠেকাতে ৫দফা বিধি নিষেধসহ নির্দেশনা জারি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-২১ ১৪:৪২:১৫
দেশে করোনার বিস্তার রোধকল্পে গতকাল ২১শে জানুয়ারী মন্ত্রিপরিষদ বিভাগ ৫দফা বিধি নিষেধসহ নির্দেশনা জারি করা হয়েছে -মাতৃকণ্ঠ।

দেশে করোনার বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ ৫দফা বিধি নিষেধসহ নির্দেশনা জারি করেছে। গতকাল ২১শে জানুয়ারী মন্ত্রিপরিষদ বিভাগ জরুরী এই বিধি-নিষেধ জারি করে।

  সরকারী বিধি নিষেধ অনুযায়ী, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। সরকারী-বেসরকারী অফিস, শিল্প কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে।

সরকারী নির্দেশনাগুলো হলো- ২১শে জানুয়ারী থেকে ৬ই ফেব্রুয়ারী পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

৩। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যাঁরা যোগদান করবেন, তাঁদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

৪। সরকারী-বেসরকারী অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে।

৫। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

  বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনিটর করতে বলা হয়েছে।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ