রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মাসিক রাজস্ব সম্মেলনসহ বিভিন্ন কমিটির সভা গতকাল ২৩শে জানুয়ারী কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে রাজস্ব সম্মেলনে গত মাসের সভার কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আকাশ কুমার কুন্ডু, পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ইসমাইল হোসেন, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজস্ব শাখা কালেক্টরেটের প্রাণ। সাধারণ জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় আমাদের বেতন হচ্ছে। তাই তারা যখন সেবা নিতে আসবেন তখন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবেন। হাসি মুখে তাদের সাথে কথা বলবেন। ভালোভাবে কাগজপত্র দেখে সেবা প্রদান করবেন। তাদের সাথে রাগারাগি বা খারাপ আচরণ করা যাবে না। ইউপি চেয়ারম্যান ও সচিবদের সাথে সু-সম্পর্ক রেখে কাজ করতে হবে। কোন সমস্যা হলে আমাদের জানাবেন। আপনাদের কাজে সরকার যেন বিব্রত না হয়।
পরে একই স্থানে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি, আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স, জেলা নদী রক্ষা কমিটি, সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলা পর্যালোচনা কমিটি, ভূ-সম্পত্তি জবর-দখল বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং বিষয়ক জেলা কমিটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণাগার সরঞ্জামাদী ক্রয়ের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।