ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুলাই দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সংস্থাপন শাখার উচ্চমান সহকারী ইউসুফ খলিফা এবং মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অজয় কুমার মালো’কে এ বছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।