ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩মাদক বিক্রেতা আটক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০১-২৬ ১৩:২৬:০২
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২৬শে জানুয়ারী সকালে মাওয়া-ভাঙ্গা মহাসড়কের পুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩জন গাঁজা পাচারকারীকে ১টি কাভার্ড ভ্যানসহ গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকা থেকে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ ৩জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। 

  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৬শে জানুয়ারী সকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মাওয়া-ভাঙ্গা মহাসড়কের পুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজা পাচারের কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যানসহ তাদেরকে গ্রেফতার করে। 

  গ্রেফতারকৃতরা হলো- ভাঙ্গা উপজেলার দোয়াইড় গ্রামের মৃত রফিক মাতুব্বরের ছেলে বাবুল মাতুব্বর(৩৭), একই উপজেলার কররা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রিনা খাতুন(৩৫) এবং কুমিল্লার কোতয়ালী থানাধীন জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাকিব হোসেন(২২)। উদ্ধারকৃত আলামতসহ র‌্যাব তাদেরকে ভাঙ্গা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ