ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে ২ কর্মকর্তার বদলী ও পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা
  • হেলাল মাহমুদ
  • ২০২২-০২-০১ ১৩:৩৭:৩৭
গোয়ালন্দ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম তালুকদার ও ভেটেরিনারী হাসপাতালের সার্জন ডাঃ মিজানুর রহমানকে গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে বদলী ও পদোন্নতিজনিত সংবর্ধনা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম তালুকদার ও ভেটেরিনারী হাসপাতালের সার্জন ডাঃ মিজানুর রহমানকে বদলী ও পদোন্নতিজনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে।

  গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

  এ সময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার, পোল্ট্রি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী সিদ্দিক মিয়া, সুলতান হোসেন লিখন ও হুমায়ন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ