ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-০১ ১৩:৩৮:৪৭
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

  অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২জনকে ৪শত টাকা এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬(১) ধারায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭হাজার টাকা জরিমানা করা হয়। 

  এছাড়াও সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা প্রদানসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। 

  অভিযানে সিভিল সার্জনের কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।  

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ