ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
গোয়ালন্দে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ৬জনের কারাদন্ড
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০২-০১ ১৩:৩৯:২৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট ও ছোট ভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৬জনকে ১মাস করে কারাদন্ড প্রদান করেছে।

  গতকাল ১লা ফেব্রুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। 

  সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- অম্বলপুর এলাকার মৃত জাহাঙ্গীর মোল্লার ছেলে সাইফুল ইসলাম মোল্লা(৩৩), জটু মিস্ত্রীর পাড়ার মোহন মোল্লার ছেলে নুরুল ইসলাম মোল্লা(২৭), কছিমুদ্দিন পাড়ার মোহন শেখের ছেলে আছিব শেখ(১৯), দৌলতদিয়ার হোসেন মন্ডলের পাড়ার আইনদ্দিন মৃধার ছেলে হিরু মৃধা(২৫), রাজবাড়ী সদর উপজেলার সিঙ্গাইর বাজার এলাকার আক্কাস খানের ছেলে টোকন খান(২২) এবং কালুখালী গ্রামের সাতোটা গ্রামের রহিম মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা(২৪)। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে এই সাজা প্রদান করা হয়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ