রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের কারিগর পাড়া থেকে ৩০০ পিস ইয়াবাসহ জাহিদ বিশ্বাস(২২) নামে এক মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২রা ফেব্রুয়ারী বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার সাথে থাকা আব্দুল করিম ওরফে কুটি(২৪) নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত জাহিদ বিশ্বাস বহলাডাঙ্গা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত মোতাহার বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় গ্রেফতার ও পলাতক ২জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।