ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দ পৌর ছাত্রলীগের উদ্যোগে কম্বল বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০২-০৩ ১৩:২১:২১
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন উপলক্ষ্যে গতকাল ৩রা ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলা ডাক বাংলো চত্বরে শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করে পৌর ছাত্রলীগ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন উপলক্ষ্যে শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ।

   গতকাল ৩রা ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলা ডাক বাংলো চত্বরে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ