রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর জন্মদিন উপলক্ষ্যে শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ।
গতকাল ৩রা ফেব্রুয়ারী বিকালে গোয়ালন্দ উপজেলা ডাক বাংলো চত্বরে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।